Update
#
#

শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আল-হামদুলিল্লাহ! যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ওপর। পিতা-মাতার সফলতা সন্তান আদর্শবান হওয়ার উপর নির্ভরশীল। আদর্শবান সন্তান গড়তে ইসলামী শিক্ষার বিকল্প নেই। প্রচলিত ইসলামী শিক্ষাও বিদআত ও কুসংস্কার মুক্ত নয়। এজন্য প্রয়োজন "মাহবাতুল ওয়াহী" তথা ওয়াহী অবতরণস্থল মক্কা-মদীনার নির্ভেজাল ইসলামী শিক্ষা। রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "নিশ্চয় ঈমান মদীনায় ফিরে আসবে সাপ যেমন তার গর্তে ফিরে আসে।" সহীহুল বুখারী: হা.১৮৭৬ বর্তমান বিশ্বেও পৃথিবীর শ্রেষ্ঠ ও নির্ভেজাল ইসলামী শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে সেই মদীনায়। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম এর সমন্বয়ে যুগোপযোগী একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু হয়েছে আধুনিক ঢাকার উত্তরায়। যেখানে শিশুরা আনন্দ সহকারে বিশুদ্ধ জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের প্রিয় নাবী মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর অনন্য আদর্শ ও মূল্যবোধ শিখবে। বুনবে স্বপ্ন সুন্দর পৃথিবীর। লক্ষ্য হবে অনন্ত আখিরাতের। ব্রতী হবে কল্যাণকর জ্ঞান অন্বেষণের। যেখানে সন্তানের কথা ভেবে উদ্বিগ্ন হবেন না অভিভাবকগণ। ইনশাআল্লাহ অল্প বয়সেই শিশুরা সরাসরি কুরআন-সুন্নাহ থেকে সঠিক দ্বীন শিখতে পারবে দৈনন্দিন জীবনে প্রয়োগিক চর্চা ও অনুশীলনের মাধ্যমে। একইসাথে জ্ঞানের অন্যান্য শাখা তথা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি জ্ঞানও সমানভাবে অর্জন করতে পারবে।