জামি'আ মানারুত তাওহীদের শিক্ষা বিভাগসমূহ: -তামহীদী সেকশন (প্রি-স্কুল) - ইবতেদায়ী সেকশন (প্রাথমিক) - মুতাওয়াসসিতাহ সেকশন (মাধ্যমিক) - তাহফীযুল কুরআন (মক্তব, নাযেরা, হিফয, ও শুনানী) তামহীদী সেকশন (প্রি-স্কুল) লেভেলের শিক্ষার্থীরা তিন ভাষার বর্ণ পরিচয় থেকে পর্যায়ক্রমে দুই বর্ণ, তিন বর্ণ ও শব্দ সঠিক পদ্ধতিতে উচ্চারণ করতে শিখবে। কুরআনুল কারীম নাযেরা পড়তে শিখবে। দৈনন্দিনের মাসনূন দু'আ শিখে আমলে বাস্তবায়নের অনুশিলন, ওযু-সালাতের প্রশিক্ষণ, প্রয়োজনীয় ছোট ছোট হাদীস, সূরা, আল্লাহর গুণবাচক নাম ও আকীদা সম্পর্কিত প্রশ্নোত্তর শিখবে। আরবী ভাষা প্রাথমিক কথা বলার জন্য পাঠ্য বইয়ের মাধ্যমে অনুশীলন এবং হাতের লিখা অনুশিলনের ব্যবস্থা রয়েছে। - এই সেকশন শেষে ইবতেদায়ী (প্রাথমিক) ও মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক) লেভেলে পড়ার ব্যবস্থা রয়েছে। - কুরআনুল কারীম হিফযের পাশাপাশি আধুনিক জেনারেল শিক্ষার ব্যবস্থা রয়েছে। - আরবী ও ইংরেজি ভাষায় কথা বলার নিয়মিত অনুশীলনের ব্যবস্থা রয়েছে। - আমল আখলাক ও সহীহ আকীদা শিক্ষা দানে নিয়মিত নাসীহাহ বৈঠকের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা দানের জন্য রয়েছে দেশ-বিদেশ থেকে ডিগ্রী সম্পন্নকারী একঝাঁক উদ্যমি শিক্ষক-শিক্ষিকা। শিক্ষার্থীদের সেবা/সহায়তা প্রদানের রয়েছে প্রশিক্ষাণপ্রাপ্ত পর্যাপ্ত স্টাফ।
See EIIN CertificateInstitute EIIN Number :
Institute Name
JAMIA MANARUT TAWHEEDTag
Address
House: 52, Road: 15, Sector: 14, Uttara, DhakaMobile No
01750030091Current Student
177Institute Type
MadrasahClass
Tamhidi-I (Play),Tamhidi-II (Nursery),Tamhidi-III (K.G.),One,Two,Three,Four,Five,Six,Full-time Hifz,Part Time Hifz,Ebtedayee-III,Ebtedayee-IV,Short Course-I (Class-Eight),Tahfiz-V,Short Course-II (Class-Nine)Classroom
12