Update
ঈদুল ফিতর উপলক্ষে ছুটি
20 Mar 2025
Subject: ঈদুল ফিতর উপলক্ষে ছুটি

<p>আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ&nbsp;</p><p>&nbsp;সম্মানিত অভিভাবকবৃন্দ, পবিত্র রমাযান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সকল শ্রেণির প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে ইন শা আল্লাহ। তবে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রদত্ত রিভিশন শীট অনুযায়ী অভিভাবকের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাবে। ৮ এপ্রিল মঙ্গলবার থেকে সকল শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। ৮ এপ্রিলে শিক্ষা কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের দৈনন্দিন পাঠ আদায়ের অগ্রগতি, অভিভাবকের স্বাক্ষর ও মন্তব্যসহ রিভিশন শীট প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে রমাযানের বরকত পূর্ণভাবে লাভ করার তাওফিক দান করুন। আমীন। </p><p> ধন্যবাদান্তে&nbsp;</p><p>&nbsp;কর্তৃপক্ষ&nbsp;</p><p>&nbsp;জামি'আ মানারুত তাওহীদ</p>