06 May 2025
Subject: মাসিক বেতন
<p>এত দ্বারা জামি'আ মানারুত তাওহীদ, উত্তরা ঢাকা -এর সকল শিক্ষার্থীর অভিভাবককে জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের টিউশন ফি চলতি মাসের ০৭ তারিখের মধ্যে পরিশোধের নিয়ম থাকা সত্ত্বেও অনেকে বিলম্ব করছেন। ফলে প্রাতিষ্ঠানিক বিঘ্নতা সৃষ্টি হচ্ছে।
অতএব সকলকে নির্ধারিত সময়ে টিউশন ফি পরিশোধের অনুরোধ জানানো হলো।
</p><p>অন্যথায় নিম্ন হারে বিলম্ব ফি প্রদান করতে হবে।
*প্রথম দিন - ১০০/- (একশত) টাকা
*পরবর্তী প্রতি দিনের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা। </p><p>প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।
আল্লাহ সহায় হোন।
</p><p>
কর্তৃপক্ষ
</p><p>জামি'আ মানারুত তাওহীদ
উত্তরা, ঢাকা
বিকাশ: 01774-541974
একাউন্ট:400913100001516</p>