03 Jun 2025
Subject: ঈদুল আযহা উপলক্ষে ছুটি
<p>নোটিশ
</p><p>
এত দ্বারা জামি'আ মানারুত তাওহীদ, উত্তরা, ঢাকা -এর সকল শ্রেণির ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ০৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সকল শ্রেণির প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে ইন শা আল্লাহ।
তবে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রদত্ত দৈনিক রিপোর্ট শীট অনুযায়ী অভিভাবকের সহযোগিতায় দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাবে।
১৫ জুন রবিবার থেকে সকল শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হবে ইন শা আল্লাহ।
১৫ জুন শিক্ষা কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের দৈনন্দিন রিপোর্ট শীট অভিভাবকের স্বাক্ষর ও মন্তব্যসহ প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
</p><p>
ধন্যবাদান্তে </p><p>
জামি'আ মানারুত তাওহীদ
</p>