03 Sep 2024
Subject: মাসিক বেতন
<p>আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ </p><p>
</p><p><br></p><p>সম্মানিত অভিভাবক! </p><p>
শিক্ষার্থীদের টিউশন ফি সহ যাবতীয় বকেয়া চলতি মাসের ০১-০৭ তারিখের মধ্যে পরিশোধের অনুরোধ করা যাচ্ছে।
বকেয়া সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের মোবাইল এ্যাপস থেকে শিক্ষার্থীর পেমেন্ট সংশ্লিষ্ট অপশন দেখুন। এছাড়াও যোগাযোগ করুন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট: 01774541974 </p><p>
আলহামদুলিল্লাহ! যারা ইতিমধ্যে টিউশন ফি ও অন্যান্য বকেয়া পরিশোধ করেছেন তাদের জন্য এই নোটিশ প্রযোজ্য হবে না। </p><p><br></p><p>
কর্তৃপক্ষ </p><p>
জামি'আ মানারুত তাওহীদ
</p>